Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের মাস না পেরোতেই ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিয়ের মাস না পেরোতেই ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু

বিয়ের মাস না পেরোতেই নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে। গত ২১ জুলাই চাঁদপুরে মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে ওঠেন নুসরাত। 

বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, ‘নুসরাতের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রী নিয়ে আসেন। বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’ 

নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় বাসায় ছিলাম না। কীভাবে এই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।’ 

নুসরাতের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা