হোম > সারা দেশ > ঢাকা

শহীদ মিনার থেকে স্মৃতিসৌধে অভিযাত্রীর পদযাত্রা

অনলাইন ডেস্ক

হাতে পতাকা, চোখে সুন্দর বাংলাদেশের স্বপ্ন। শিশু থেকে বয়োবৃদ্ধরা অংশ নেন পদযাত্রায়। হাতে হাত রেখে, কণ্ঠে মুক্তির গান গেয়ে সবাই রোদের মধ্যে হেঁটেছেন শোক থেকে শক্তির পথে।

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পর্বতারোহী সংগঠন অভিযাত্রী শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ১০ম বারের মতো পদযাত্রা কর্মসূচি পালন করেছে। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত রোববার ভোর ৬টায় জাতীয় সংগীত গেয়ে এবং ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পদযাত্রীরা যাত্রা শুরু করেন। অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে এই পদযাত্রার স্লোগান ছিল ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’। এবারের পদযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা বয়সের ও পেশার প্রায় শতাধিক পদযাত্রী অংশ নেন। 

আগে থেকে নির্ধারণ করা কর্মসূচি অনুযায়ী ভোর ৬টার আগেই ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে পদযাত্রীরা জাতীয় শহীদ মিনারে উপস্থিত হতে শুরু করেন। ঠিক ৬টায় জাতীয় সংগীত গেয়ে এবং ভাষা শহীদদের প্রতি সম্মান জানান পদযাত্রীরা। এরপর সেখান থেকে যাত্রা শুরু করে পদযাত্রীরা জগন্নাথ হল, রমনা কালী মন্দির, শিখা চিরন্তনী ও মধুর ক্যানটিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর পাশে অবস্থিত স্মৃতি চিরন্তনীতে পৌঁছান। 

স্মৃতি চিরন্তনীতে পদযাত্রীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর নিউমার্কেট, সিটি কলেজের পথ হয়ে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে পৌঁছান। শারীরিক শিক্ষা কলেজ থেকে পদযাত্রীরা রায়েরবাজার বধ্যভূমিতে পৌঁছান। সেখান থেকেই অভিযাত্রীরা যান বসিলায়। আগে থেকেই সেখানে অপেক্ষায় থাকা নৌকায় উঠে প্রায় ৩২ কিলোমিটার নৌপথে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী ও বংসাই পাড়ি দিয়ে বংসাই শ্মশান ঘাটে পৌঁছান অভিযাত্রীরা। সেখান থেকে গোপীনাথপুর, চারিগ্রামের পথ ধরে বিকেল ৫টার দিকে পৌঁছান জাতীয় স্মৃতিসৌধে। সেখানে নীরবে কিছুক্ষণ অবস্থান করে শহীদদের স্মৃতিকে স্মরণ করে পদযাত্রীরা নেন তারুণ্যের দৃপ্ত শপথ। শপথ বাক্য পাঠ করান এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। 

এ বছর ঢাকায় শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে আরেক জায়গায়। মিরপুরের রূপনগর থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করেছে সোহাগ স্বপ্নধারা পাঠশালা। ঢাকার পাশাপাশি মৌলভীবাজারে গার্লস গাইড এবং জামালপুরের মুক্তিসংগ্রাম জাদুঘরও প্রতিবছরের মতো এবারও করেছে শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা।

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন