Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অসহায়দের টানে ফরিদপুরে জাপানি ব্যবসায়ী তামিকো

ফরিদপুর প্রতিনিধি

অসহায়দের টানে ফরিদপুরে জাপানি ব্যবসায়ী তামিকো
অসহায়দের টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ দেড় বছর পর আবারও ফরিদপুরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন জাপানি ব্যবসায়ী তামিকো মিজোয়ই। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং সহমর্মিতার নজির আগেও দেখা গেছে। এবারও তিনি নিজ হাতে টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে অকো-টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাপানিজ সাপোর্ট সিস্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের মোট ৩১২ জন উপকারভোগীর মধ্যে ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।

বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মধ্যে ছুটে যান তামিকো মিজোয়ই। তিনি নিজ হাতে তাঁদের মধ্যে সহায়তা তুলে দেন। অনেকে স্নেহভরে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। অসহায় মানুষের স্নেহ-ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে তামিকো মিজোয়ই বলেন, ইঞ্জিনিয়ার সোবহানের জনসেবামূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি জাপানে ‘সোবহান একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে একটি জাপানি স্কুল চালুর অনুরোধ জানান এবং এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মী ভিসায় দক্ষ জনশক্তি নেওয়ার পরিকল্পনার কথা জানান। প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল কর্মী নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এ সময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, ‘জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো কম জমি নিয়ে উন্নত হতে পারলে আমরা কেন পারব না? যাঁরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাঁদের কাছে জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি দেখতে চাই। এত দিন ধরে জনগণকে বঞ্চিত করার রাজনীতি চলছিল, আমরা এর পরিবর্তন চাই।’

আব্দুস সোবহান আরও বলেন, ‘রমজানে রোজা রাখার মাধ্যমে অহংকার, হিংসা, লোভ-লালসা পরিহার করা উচিত। আমাদের মনে সৃষ্টির সেবা করার মানসিকতা থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিঙ্গাপুরের নাগরিক ও আলেয়া অ্যান্ড হাঙ্ক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা। এ সময় তাঁর বৃদ্ধা মা জহুরা বেগমসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ