হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে বাড্ডায় নিহত রিকশাচালকের মরদেহ কবর থেকে উত্তোলন

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডায় নিহত হাফিজুল শিকদার (২৯) নামে এক রিকশা চালকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে মধ্য বাড্ডা মোল্লাপাড়া বরকতপুর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুরতহাল প্রতিবেদনে সিআইডির পুলিশ পরিদর্শক রিজুয়ানুল হক উল্লেখ করেন, নিহত হাফিজুল শিকদারের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামে। বাবার আবু বকর শিকদার। বর্তমানে বাড্ডা রূপনগরে এলাকার ১৮৮৬ নম্বর বাড়িতে ভাড়া থাকত।

সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় তার অটোরিকশা নিয়ে অবস্থান কালে গুলিবিদ্ধ হয় নিহত হয়। এরপর পরিবার তাকে বাড্ডার বরকতপুর মোল্লা কবরস্থানে দাফন করে।

আদালতের নির্দেশে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়ার উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মর্গ সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুল শিকদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য