বালিয়াকান্দি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সশরীরে উপস্থিত হয়ে সুশান্ত কুমার সরকার নামের এক ব্যক্তি ভোটার তালিকায় জীবিত হওয়ার আবেদন করেছেন। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের চাপড়ী গ্রামের শান্তি রাম সরকারের ছেলে।
আজ সোমবার তিনি উপজেলা নির্বাচন অফিসারের কাছে জীবিত হওয়ার জন্য এ আবেদন করেছেন।
ভুক্তভোগী সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় আমার নাম মৃত তালিকায় দেখা যায়। যার কারণে আমি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কাজ করতে পারছি না। তাই মৃত তালিকা থেকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান বলেন, ‘একটি আবেদন পেয়েছি। মূলত ডেটাবেইসে ভুলক্রমে এটা হয়েছে। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি ডেটাবেইসে জীবিত হবেন।’