রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ পার্টি অফিসের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে রিয়াদুল রশিদ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তিনি পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে দাবি করেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ অফিসের পাশে সোনালী ব্যাংক এর সংলগ্ন সড়কে একটা ককটেল বিস্ফোরনে আহত হন তিনি।
আহত রিয়াদুল নিজেই জানান, তিনি পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য। ঘটনার সময় তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের পাশে সোনালী ব্যাংক সামনের রাস্তার মেইন রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার হাতে ও পায়ে আঘাত লাগে। পরে তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, পল্টন এলাকা থেকে ককটেল বিস্ফোরনে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার হাতে ও পায়ে আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে র্যাব সদরদপ্তর থেকে জানিয়েছে, ককটেল বিস্ফোরনের ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।