হোম > সারা দেশ > ঢাকা

আইসিইউতে বেড ফাঁকা আছে মাত্র ১৭টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা উদ্যোগের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকায়  রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য বেশির ভাগ রোগীই এখন রাজধানীমুখী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র ১৭টি। এর মধ্যে আটটি সরকারি হাসপাতালের আইসিউতে কোনো বেডই ফাঁকা নেই।

রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে ১৭টি সরকারি হাসপাতালে। এর মধ্যে ৩টি হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

আইসিইউ সুবিধা রয়েছে এমন ৮টি হাসপাতালের প্রতিটি বেডেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন।

অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৩টি, ডিএনসিসি করোনা হাসপাতালে ৬টি আর পঙ্গু হাসপাতালে ৩টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।

ঢাকায় করোনার চিকিৎসার জন্য নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে শুক্রবার ফাঁকা ছিল মাত্র ১৭টি।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়