শর্ত সাপেক্ষে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে বাংলা একাডেমি।
আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে এ আবেদনের ওপর শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আদর্শ প্রকাশনীর আইনজীবী অনিক আর হক বিষয়টি জানান।
এর আগে বিতর্ক ওঠা তিনটি বই না রাখার শর্তে গত ৮ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার আগে প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন।