টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও জড়িত রয়েছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এ ছাড়া স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারব। কারণ সেই সক্ষমতাও বিমান বাহিনীর রয়েছে।’
আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান এসব কথা বলেন।
বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা রয়েছে।’
এয়ার মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, ‘শিগগিরই আমরা আরও ভালো ভালো বিমান পাব বলে আশা করি। আগামী তিন বছরে বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করব।’
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।