হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তারসহ ১২ দালাল গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র‍্যাব-২’ র কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ভুয়া ডাক্তার রাসেল আহমেদ (৪০), আরিয়ান (২৬), তাজুল ইসলাম (২৬), ফারুক হোসেন (৪৫), সোয়েব খান (৪৭), মো. রবিউল (৪২), আবুবকর সিদ্দিক (৪২), মোরশেদ আলম (৪৬), মোহাম্মাদুল হাসান আপেল (৩০), মিজানুর (২৫), আব্দুল আউয়াল (৫৬) এবং নাজিবুল ইসলাম সানু (৩৫)। 

অভিযানের বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সবাইকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।’ 

অভিযানের বিষয়ে র‍্যাব-২’ র কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘চলতি বছরের ৬ জানুয়ারি শ্যামলীর প্রাণের বাংলাদেশ নামের একটি হাসপাতালের অনিয়মের কারণে এক শিশু মারা যায়। সরকারি হাসপাতাল থেকে সোয়েব নামের এক দালাল তাঁদের ফুসলিয়ে ওই হাসপাতালে নিয়ে যায়। তাঁকে র‍্যাব গ্রেপ্তার করেছিল। কিন্তু সে জামিনে বেড়িয়ে আবারও একই পেশায় ফিরে দেশের প্রত্যন্ত এলাকা থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষদের ভালো চিকিৎসার কথা বলে নাম সর্বস্ব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে এই সকল দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিতে নেওয়া হয়। গ্রেপ্তার দালালদের মধ্যে সোয়েবের বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পলাশ নামে অপর এক দালাল একটি মামলার পলাতক আসামি ছিল। এছাড়া গ্রেপ্তার রাসেল আহমেদ পিপলস হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের ভুয়া ডাক্তার পরিচয় রোগীদের চিকিৎসা দিত।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা