Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিঙ্গাপুরি জাহাজে বাংলাদেশি নাবিক খুনের অভিযোগ: পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিঙ্গাপুরি জাহাজে বাংলাদেশি নাবিক খুনের অভিযোগ: পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

তাইওয়ানের কাছে সমুদ্রে সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিক আব্দুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লাশ দেশে আসার পর ঢাকা বিমানবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। তবে নিহতের ভাই হত্যা মামলা করতে চাইলে তা গ্রহণ করেনি পুলিশ।

তাই বিষয়টি নিয়ে রিট করেন নিহতের বড় ভাই হালিমুর রশিদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানাকে এজাহার গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ৪০ দিন রাখার পর দক্ষিণ কোরিয়া সরকার ময়নাতদন্ত না করেই দেশে ফেরত পাঠায়। তবে সোহরাওয়ার্দী হাসপাতালে লাশের ময়নাতদন্তে আঘাতের আলামত থাকায় এটিকে নরহত্যা বলে অভিমত দেওয়া হয়। বিমানবন্দর থানা অপমৃত্যুর মামলার তদন্ত শেষ করে নিয়মিত হত্যা মামলা না করায় নিহতের বড় ভাই এজাহার দাখিল করেন। কিন্তু থানা সেই মামলা নিতে বারবার অস্বীকৃতি জানালে রিট করা হয়। আদালত এজাহার গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

নিহতের ভাই হালিমুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার সময় ভাইকে জাহাজে মারা হয়েছিল। পরে ওই জাহাজ দক্ষিণ কোরিয়া যায়। সেখান থেকে লাশ দেশে পাঠানো হয়।’

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল