Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘এইচএসসিতে যে বোর্ডে যত বেশি পরীক্ষা, তত বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘এইচএসসিতে যে বোর্ডে যত বেশি পরীক্ষা, তত বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা’

এইচএসসির ফল বাতিলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে, পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তাঁরা বলছেন, এইচএসসির ফলাফলে বৈষম্য করা হয়েছে। পরে পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসেন শিক্ষার্থী ও বোর্ড কর্মকর্তারা। 

আজ রোববার বিকেলে শিক্ষার্থীরা বকশি বাজারের জয়নাগ সড়কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এর আগে সকাল ১০টা থেকে প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে তাঁরা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ভবনের নিরাপত্তায় ওই এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, ফলাফল গ্রহণযোগ্য দেখাতে তাঁদের অনেককে ইচ্ছে করেই ফেল করানো হয়েছে। এ জন্য তাঁরা পুনরায় খাতা মূল্যায়ন অথবা পরীক্ষায় কৃতকার্য হতে চান। 

শিক্ষার্থীরা বলেন, ‘বাতিল ছয়টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। সিলেট বোর্ডে মাত্র তিনটি পরীক্ষা হয়েছে, কিন্তু তাঁদের সাবজেক্ট ম্যাপিং করায় রেজাল্ট ভালো হয়েছে। অথচ আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান।’ 

রিফাত নামে এক শিক্ষার্থী ম্যাপিংয়ের ত্রুটি উল্লেখ করে বলেন, যে বোর্ডে যত বেশি পরীক্ষা হয়েছে, সে বোর্ডের শিক্ষার্থীরা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বোর্ড কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে বসে একটি সমাধানের চেষ্টা করছি। আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ 

এদিকে ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে পিয়নের কোটি টাকা আত্মসাৎ

সাবেক মন্ত্রীপুত্রের পিএস হিরা গোয়েন্দা জালে ধরা

মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

ধানমন্ডিতে চার মাস ধরে চাঁদাবাজি করতেন ‘সোজা চুলের’ আশরাফুল: পুলিশ

আগারগাঁও এবং উত্তরায় ৪ শতাধিক দোকানপাট উচ্ছেদ

রূপগঞ্জের পোশাকশ্রমিক নেতা সেলিম কারাগারে

আট ঘণ্টা পর সড়ক ছাড়লেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, কাল রেলপথ অবরোধের ঘোষণা

গাড়ি থেকে চাঁদা আদায়: ভাইরাল ভিডিওর সেই তরুণ রিমান্ডে

সাবেক সংসদ সদস্য সুবিদ আলীর স্ত্রীর পৌনে ৫ একর জমি ক্রোকের নির্দেশ

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ