হোম > সারা দেশ > ঢাকা

‘এইচএসসিতে যে বোর্ডে যত বেশি পরীক্ষা, তত বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচএসসির ফল বাতিলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে, পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তাঁরা বলছেন, এইচএসসির ফলাফলে বৈষম্য করা হয়েছে। পরে পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসেন শিক্ষার্থী ও বোর্ড কর্মকর্তারা। 

আজ রোববার বিকেলে শিক্ষার্থীরা বকশি বাজারের জয়নাগ সড়কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এর আগে সকাল ১০টা থেকে প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে তাঁরা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ভবনের নিরাপত্তায় ওই এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, ফলাফল গ্রহণযোগ্য দেখাতে তাঁদের অনেককে ইচ্ছে করেই ফেল করানো হয়েছে। এ জন্য তাঁরা পুনরায় খাতা মূল্যায়ন অথবা পরীক্ষায় কৃতকার্য হতে চান। 

শিক্ষার্থীরা বলেন, ‘বাতিল ছয়টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। সিলেট বোর্ডে মাত্র তিনটি পরীক্ষা হয়েছে, কিন্তু তাঁদের সাবজেক্ট ম্যাপিং করায় রেজাল্ট ভালো হয়েছে। অথচ আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান।’ 

রিফাত নামে এক শিক্ষার্থী ম্যাপিংয়ের ত্রুটি উল্লেখ করে বলেন, যে বোর্ডে যত বেশি পরীক্ষা হয়েছে, সে বোর্ডের শিক্ষার্থীরা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বোর্ড কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে বসে একটি সমাধানের চেষ্টা করছি। আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ 

এদিকে ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন