Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জের হাওরে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হাওরে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট

দেশে মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কিশোরগঞ্জের হাওরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রোববার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, হাওরের মিঠাপানির মৎস্য সম্পদকে যুগোপযোগী করে অর্থনৈতিক সম্পদে পরিণত করাসহ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নেও কাজ করা হবে। একই সঙ্গে হাওরে মাছের উৎপাদ বৃদ্ধি ও মৎস্য সম্পদকে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। 

মন্ত্রী আরও বলেন, হাওরে রুপালী সম্পদের খনি হিসেবে পরিচিত মৎস্যসম্পদ উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণসহ পরিবহন ব্যবস্থা উন্নতকরণ ও মৎস্য থেকে মৎস্যজাতীয় পণ্য তৈরির নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

এর আগে মিঠামইন হাওরে দেশি মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুর গ্রামে অবস্থিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি ঘুরে দেখেন তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম প্রমুখ।  

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল