ফরিদপুরের নগরকান্দায় শাহালম মোল্যা (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহালম উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের মনির মোল্যার ছেলে।
শাহালমের বাবা মনির মোল্যা বলেন, সে রাতে ঘরে ঘুমাতে যায়। সকালে ৮টা বাজলেও ঘুম থেকে না ও ডাকতে যাই। সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখি গলায় রশি পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানা নেই।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।