Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিচারকদের ভয় দেখাতে আদালতে ককটেল হামলা: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারকদের ভয় দেখাতে আদালতে ককটেল হামলা: ডিবিপ্রধান

বিচারক ও আইনজীবীদের ভয় দেখাতে আদালতেও ককটেল হামলা করা হচ্ছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

হারুন বলেন, গতকাল সোমবার বিএনপি মহাসচিবের জামিন আবেদনের শুনানি ছিল। সেখানেও নাশকতাকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, বিচারকদের ভয় দেখানোর জন্য চারতলা থেকে ককটেল নিক্ষেপ করেছে। যদিও কোনো হতাহত হয়নি। 

জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘যারা প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ করতে পারে, বাসায় হামলা করতে পারে, তারা আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে। কারা এ সকল কাজ করেছে আমরা সবার নাম পেয়েছি।’ 

সামনের দিনে আরও বড় হামলার আশঙ্কা আছে কি না, সেই সঙ্গে কার নির্দেশে এসব হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত অনেককে আমরা গ্রেপ্তার করেছি। নাশকতাকারীরা আগুন লাগানোর পর ছবি ও ভিডিও পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। তার মধ্যে তারা লন্ডনের কথা বলেছে, ঢাকায় সিনিয়র নেতাদের কথাও বলেছে। সবার কথাই বলেছে।’ 

ডিবি কার্যালয় ভাতের হোটেল বলে মানুষ ট্রল করছে, এ বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘এইটা রসবোধ প্রশ্ন। বাঙালি একটা রসবোধ জাতি। বাংলা সাহিত্যে রসবোধ প্রয়োগ কিন্তু আমাদের মানসিক খোরাক জোগায়। আমি মনে করি এইটা রসবোধপ্রবণ একটি বিষয়। আমরা তো আসলে কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। সে যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান। আর আমরা তো বৃটিশ পুলিশ না। আমরা এখন স্বাধীন দেশের পুলিশ। একটা সময় থানায় যেতে মানুষ ভয় পেত। আর এখন আমি একজন ডিআইজি শত শত লোক কোনো না কোনো কাজ আসতেছে। সাইবার বুলিংসহ বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ আমাদের কাছে আসছে।’ 

ভাতের হোটেল বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য