হোম > সারা দেশ > মাদারীপুর

আ.লীগ রাতে কালনাগিনী হয়ে ছোবল মারে, দিনে ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে: মামুনুল হক

মাদারীপুর প্রতিনিধি

সংখ্যালঘু নির্যাতনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাতের বেলা সংখ্যালঘুদের ওপর কালনাগিনী হয়ে ছোবল মারে, আর দিনের বেলা ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে।’

আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন।

খেলাফত মজলিশের মহাসচিব আরও বলেন, ‘সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা। এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘আগস্টের বিপ্লব হলো মুক্তির বিপ্লব, এটা স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব। এই বিপ্লবকে ধরে রেখে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরীর সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী প্রমুখ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য