Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আইনজীবী স্ত্রীর যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আইনজীবী স্ত্রীর যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জে এক আইনজীবী স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রায় দেন। 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তৎকালীন নৌ–পুলিশ পরিদর্শক আবু নকিব উপস্থিত ছিলেন। 

মামলার বরাত দিয়ে বাদী নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ বলেন, ‘২০০৭ সালের ১৪ মে আমাদের বিয়ে হয়। এরপর ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় আমাকে মারধর করে গুরুতর আহত করে আমার স্বামী। যৌতুক না পেয়ে প্রায় সময় বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া বেল্ট ও বুট জুতা দিয়ে মারধর করতেন তিনি। নির্যাতন করে ইতিমধ্যে ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার নিয়েছেন তিনি। এই ঘটনায় আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করি।’ 

এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আজকে রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন