হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পুকুরে ভাসছিল নারী ও শিশুর লাশ

গাজীপুর প্রতিনিধি

লাশ উদ্ধারের ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুকুর থেকে এক নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাদের পরিচয় জানাতে পারেনি। পুলিশ বলছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

মরদেহের মধ্যে নারীর (৩৫) পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির (আড়াই বছর) পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশুরা দেখতে পায়, পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। শিশুরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে পুকুরে নারী এবং শিশুর ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা মা-ছেলে।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু ছেলে রয়েছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন