Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে লেগুনা-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে লেগুনা-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদেক খান রোডে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে আশিক উল্লাহ (২৫) নামের এক যুবক মারা গেছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোড বেরিবাধ বাঁশপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘সাদেক খান রোডে যাত্রীবাহী লেগুনা ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আশিক উল্লাহকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। অপর আরেক আহত যাত্রীকে এখনো শিকদার মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া লেগুনা চালক নয়ন (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’ 

এসআই মনির আরও জানান, মৃত আশিকের বাবার নাম আব্দুল হালিম। হাজারীবাগ মনেশ্বর রোডে খলিল সর্দার রোডে তাঁর বাসা। মনেশ্বর রোড এলাকায় তাঁর একটি লন্ড্রি দোকান ছিল।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, এ দুর্ঘটনায় আহত নয়নকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন তার স্বজনেরা। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। 

আহত নয়ন জানায়, সে ওই লেগুনার চালক ছিল। ১৪ জন যাত্রী নিয়ে গাবতলী থেকে সেকশন যাচ্ছিল। সাদেকখান রোডে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এরপর আর কিছুই মনে নেই তার। 

নয়নের স্বজনেরা জানান, নয়ন মোহাম্মদপুর চাঁদ উদ্যানে থাকে। আমরা আহত অবস্থায় নয়নকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। 

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭