কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর পৌরসভার ব্যাপারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুলিয়ারচর পৌরসভার ব্যাপারীপাড়ার আব্দুস সোবহানের ছেলে আক্তার (৩৩) এবং তাঁর ছেলে আকছার (৬)।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আক্তার ও তাঁর ছেলে বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার উপজেলা নির্বাচন অফিস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত বাবা-ছেলেকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।