রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার বাস সোহাগ পরিবহনকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর রেললাইনের ওপর বাসটি বিকল অবস্থায় পড়ে আছে। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর থেকে মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ আছে। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।