Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ‍্যায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু একই গ্রামের বাবু বিশ্বাসের ছেলে  হুজাইফা (৯) ও ইকরাম শেখের ছেলে হাসান শেখ (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতদের স্বজনেরা জানান, বাবু বিশ্বাসের বাড়িতে বিকেল থেকে  হুযাইফা, হাসানসহ চার শিশু খেলা করছিল। একসময় খেলতে খেলতে রান্নাঘরে ঢোকে তারা। শিশুদের কাছে ছিল ম‍্যাচলাইট। তারা ম‍্যাচ দিয়ে রান্নাঘরে থাকা লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। ভয়ে হুযাইফা আর হাসান দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে। অন্য দুই শিশু বাইরে চলে যায়। আগুনের ধোঁয়া ও পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা তাঁদের উ‌দ্ধার করে।

মাজবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‍্য মাসুমুর রহমান বলেন, ঘরের বেড়া ও দরজা ভেঙে হুযাইফা ও হাসানকে উদ্ধার করে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করে। অপর শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু