হোম > সারা দেশ > ঢাকা

‘পাতানো নির্বাচনের’ প্রতিবাদ জানাতে ভোটের লড়াইয়ে থাকছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন সিদ্ধান্ত বদল করেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রোববার সকালে ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। আমাদের দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই যে সুষ্ঠু হয় না, সেটা দেখায় একমাত্র আপনাদের হিরো আলম। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর জন্যই আমি প্রত্যাহার করব না।’

এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘নির্বাচনে আসন ভাগাভাগি হয়, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দাঁড় করায়, এটা কোনো নির্বাচন না। এটা পাতানো নির্বাচন।’ 

তবে সংবাদ সম্মেলনে হিরো আলম যেকোনো সময় নির্বাচন থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

হিরো আলম বলেন, ‘আমি নির্বাচনটা করছি প্রতিবাদ হিসেবে। অনেকে বলেছেন আমি টাকার কাছে বিক্রি হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আবার কেউ বলেছেন, ভয় পেয়ে সরে দাঁড়িয়েছি। আসলে এসবের কিছুই নয়। নির্বাচনে থাকলে সুষ্ঠু নির্বাচন না হলে সেটা প্রতিবাদ করা যায়। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমি প্রার্থিতা প্রত্যাহার করব না।’ 

স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান আব্দুর রহিম ঘোষণা দেন, দেশজুড়ে সংগঠনের সদস্যদের নির্বাচনের প্রার্থীতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁরা আজ দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রহিম বলেন, ‘হিরো আলমের সঙ্গে আমাদের এরকম কোনো কথা হয় নাই। তিনি শুধু আজকের এই সংবাদ সম্মেলনে থাকবেন বলে জানিয়েছেন। তার নির্বাচন থেকে সরে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন