হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় সেলিম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। 

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে পোস্তগোলা ঈগলবক্সের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পথচারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে পোস্তগোলা ঈগল বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে আহত হন ওই ব্যক্তি। পরে দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

হাসপাতালে সেলিমের ভাই মো. ওয়াসিম বলেন, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নয়াবাড়ি মেহেদীপুর গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্যামপুর পোস্তগোলা এলাকায় থাকতেন। অ্যারিস্টোফার্মা ফার্মাসিউটিক্যালের সুপার ভাইজার ছিলেন। রাতে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম বলেন, ‘রাতে পোস্তগোলায় ঈগল বক্সের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন একটি মিনি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন