হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার ইসলামবাগ এলাকায় ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম শফিকুল ইসলাম (২৩)। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগ এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত শফিকুলের চাচা হাজী মো. বাদল বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬ তলায় ভাড়া থাকতেন। ইসলামপুরে তাঁদের কাপড়ের ব্যবসা রয়েছে। দুই ভাই, দুই বোনের মধ্যে শফিকুল ছিল দ্বিতীয়। 

তিনি আরও বলেন, আজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা দিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে রাতে ছাদে বাতাসের জন্য গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। দেখতে পেয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয়। 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার ইসলামবাগ থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা