হোম > সারা দেশ > ঢাকা

ভুয়া সিআইডি কর্মকর্তা মোশারফ ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া সিআইডি কর্মকর্তা মোশাররফ হোসেন নয়নকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সিআইডি কর্মকর্তা পরিচয়ে নারীদের ব্যক্তিগত ছবি নিয়ে টাকা হাতানোর অভিযোগে গত বুধবার গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

পরের দিন বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।

মামলা থেকে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি ভুয়া সিআইডি পরিদর্শক পরিচয়ে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলা নারীদের নানা প্রলোভনের ফাঁদে ফেলেন। 
এরপর তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করে প্রতারণা করেন।

একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার বিষয়টি অনুসন্ধান করে নয়নকে শনাক্ত করে।

এ সময় তার কাছে থেকে দুটি মোবাইল, একটি সিআইডির জ্যাকেট সদৃশ জ্যাকেট, ওয়াকিটকি, একটি নকল পিস্তল সদৃশ গ্যাস লাইটার, সিআইডির ভুয়া আইডি কার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

প্রতারক নয়নের স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। এসব ছবি ও ফুটেজের ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন। এ বিষয়ে পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭