Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সহপাঠী নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি, বিচার নিশ্চিতসহ ৬ দফা বুয়েট শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি

সহপাঠী নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি, বিচার নিশ্চিতসহ ৬ দফা বুয়েট শিক্ষার্থীদের
নিহত বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। সংগৃহীত

রাজধানীতে প্রাইভেটকার চাপায় সহপাঠী নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, নিহতের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও সড়ক আইন জারিসহ ছয় দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে পলাশীর মোড়ে অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।

রাজধানী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন একই ব্যাচের অমিত সাহা এবং মো. মেহেদি হাসান খান।

বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী মোড়ে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করেন। তাদের দাবিগুলো হলো—যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ; আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী-পক্ষকে বহন করতে হবে; নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে; তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায়, সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা সরকারকে রাখতে হবে।

বুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
বুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সংবাদ সম্মেলনে এক বুয়েট শিক্ষার্থী বলেন, ‘৩০০ ফিট রাস্তায় গতকাল রাতে সাবেক সেনা কর্মকর্তার পুত্র- এ লেভেলে পড়ুয়া ছেলে ‘সাদমান’ মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই, বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদকে। মারাত্মকভাবে আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা এবং মো. মেহেদি হাসান।’

তিনি আরও বলেন, ‘পুলিশের সংকেত পেয়ে তাঁরা বাইক থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিল। অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, আমরা প্রমাণ পেয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’

সংবাদ সম্মেলনে তূর্য নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আগে আমরা দেখেছি অপরাধী যদি প্রভাবশালী হয়, তাহলে বিভিন্নভাবে প্রভাব খাঁটিয়ে, ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মামলা না করার চাপ দেওয়া হয়। আমরা এখন আর কোনোভাবেই হতে দেব না। আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু