Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে চলন্ত বাস থেকে নারীকে ফেলে হত্যার ঘটনায় মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে চলন্ত বাস থেকে নারীকে ফেলে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে রাস্তায় ফেলে চাকায় পিষে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তাকওয়া পরিবহনের অজ্ঞাতনামা বাসচালক ও চালকের সহকারীর বিরুদ্ধে এ মামলা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, আজ শনিবার সকালে শ্রীপুর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত পোশাকশ্রমিকের বড় ভাই জহিরুল ইসলাম অলি। 

নিহত নারী পোশাকশ্রমিক চম্পা (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর উপজেলার পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। 

মামলার বাদী জহিরুল ইসলাম অলি বলেন, ‘আমি মামলা করেছি। পুলিশ অপরাধীদের খুঁজে বের করবে বলে আশা করি।’ 

ওসি কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম অলি অজ্ঞাতনামা বাসচালক ও চালকের সহকারীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই বাসচালক ও চালকের সহকারীকে শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। 

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর ওপর দিয়ে চলে যায় তাকওয়া পরিবহনের বাসটি।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন