হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ, যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে এক যুবককে আটক করেছে পুলিশ। 

আটক যুবকের নাম আবুল খায়ের (২৮)। তাঁর বাড়ি কালুখালী উপজেলার মাজবাড়ি গ্রামে। 

আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। এরই মধ্যে এক যুবককে আটকও করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘আজ সকালে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে রাজবাড়ী শহরে যাচ্ছিলাম। পথে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক গাড়ির গতিরোধ করে। সে সময় কয়েকজন সন্ত্রাসী গাড়ির দরজা খোলার চেষ্টা করেন। দরজা খুলতে না পারায় গাড়ির ওপরে হকিস্টিক দিয়ে আঘাত করতে থাকেন। এতে গাড়ির সামনের অংশের গ্লাস ভেঙে যায় ও দরজার একপাশ ক্ষতিগ্রস্ত হয়।’ 

স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত রয়েছেন আবুল খায়ের, সোহেল মোল্লা, রাসেল মোল্লা, জিল্লু, কামরুল, আরজু, নাথু মেম্বার, শামীমসহ ১০ থেকে ১২ জন। পরে স্থানীয় লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যান।’ 

ঘটনার পর পরই বালিয়াকান্দি থানা-পুলিশের কাছে মৌখিক অভিযোগ দেন বলে জানান নুরে আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করি। এই হামলার সঙ্গে জড়িত অন‍্যদেরকে অনতিবিলম্বে আটক করা না হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার বিষয়ে আজ সকালে একটি মৌখিক অভিযোগ পাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে এক যুবককে আটক করা হয়েছে।’

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, মায়ের সহকর্মী আটক

দত্তক দেওয়া সন্তানকে দেখতে গিয়ে ৪ শিশু অপহরণ, গ্রেপ্তার ৫