মানিকগঞ্জের হরিরামপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নুসরাত জাহান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশুটি ছোট বাহাদুরপুর গ্রামের দেলোয়ার আকন্দের মেয়ে ও উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে জ্বরে আক্রান্ত হয় শিশুটি। শুক্রবার উপজেলার একটি মেডিকেল সেন্টারে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গফফার বলেন, শুক্রবার মুমূর্ষু অবস্থায় নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথেই শনিবার রাতে মারা যায় সে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘আমাদের হাসপাতালে পরীক্ষা করে দুজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে তারা সদর হাসপাতালে ভর্তি ছিলেন।’