হোম > সারা দেশ > ঢাকা

সংসদের নিরাপত্তা বৃদ্ধি, বন্ধ একটি গেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এর অংশ হিসেবে সংসদের তিনটি গেটের একটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

জাতীয় সংসদের তিনটি গেট। এটি হলো—জাতীয় সংসদের খেজুরবাগান সংলগ্ন এলাকার গেট, মণিপুরি পাড়া সংলগ্ন গেট এবং আসাদগেট সংলগ্ন গেট। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে খেজুরবাগান সংলগ্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংসদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের এক কর্মকর্তা বলেন, ‘আন্দোলন শুরুর পর থেকে সংসদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।’ তিনি জানান, ধানমন্ডি-২৭, আড়ং ও আসাদগেট সংলগ্ন এলাকায় আন্দোলন থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ওই কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও বাড়তি লোকবল আনা হয়নি বাইরে থেকে। সার্জেন্ট অ্যাট আর্মসের যত লোক ছিল তা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য