হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় গণপিটুনিতে হত্যা: পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ৩০–৪০ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। 

মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশিদ। 

এর আগে, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা এলাকায় জাকির মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হন ইসরাফিল শেখ। তিনি উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মসজিদের ইমাম জাকির মোল্লার এক তালাবদ্ধ ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা করছিলেন ইসরাফিল। পাশের রুমে ঘুমিয়ে থাকা জাকির মোল্লা বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে খবর দেয় এবং পাশে মসজিদে গিয়ে বিষয়টি মাইকে ঘোষণা দেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে ইসরাফিলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন