হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিবাদ যায়নি: মাহমুদুর রহমান

ঢাবি প্রতিনিধি

স্বারক আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত বক্তারা। ছবি: আজকের পত্রিকা

ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি, কেবল ফ্যাসিবাদের একজন নেতা ভারতে পালিয়ে গেছেন। এমনটাই বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে ‘স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ, শেখ মুজিব থেকে হাসিনা: ফ্যাসিবাদ ফিরে আসার হুমকি ও বিপ্লব রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি-স্মারকের আয়োজনে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ মো. আতিয়ার রহমান, জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি প্রমুখ।

মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ পতনের সাড়ে তিন মাস হয়েছে। অথচ গতকাল বাংলাদেশ ব্যাংকের একটি নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ জয়লাভ করেছে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো এই ব্যাপারটি অবজ্ঞা করছে। গত ১৬ বছরে ছাত্রলীগের পাণ্ডাদের বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিয়েছে, তাই তারা জিতেছে—অনেকেই এ যুক্তি দিয়েছেন। যদি আপনারা সত্যিই শুদ্ধি অভিযান চালাতে না পারেন, তাহলে নির্বাচন দিলেন কেন!’

মাহমুদুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি খুব শক্তিশালী। এখানে জনগণকে ঠিক করতে হলে আর্থিক খাতে সংস্কার করতে হবে। আতিউর রহমানের সময় বাংলাদেশের রিজার্ভ চুরি হয়েছে। অথচ এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন ছিলেন শেখ মুজিব। বাংলাদেশে প্রথম কারচুপির নির্বাচন, রক্ষীবাহিনী দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, একদলীয় শাসন, গণমাধ্যমের কণ্ঠরোধ সব শেখ মুজিবের শাসনামলে হয়েছে। ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে একমাত্র তার আইকন ঠিক থাকলে। ফলে ভারতপন্থীরা এখন বলছে শেখ হাসিনা খারাপ, কিন্তু শেখ মুজিবুর রহমান মহান নেতা ছিলেন। ইতিহাস বর্ণনার মাধ্যমে ফ্যাসিবাদের আইকনকে ছুড়ে ফেলতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়