মুন্সিগঞ্জে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, গুরুতর আহত কিশোর

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০: ৩৫
বিস্ফোরণে গুরুতর আহত কিশোর। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ পৌর এলাকায় বিস্ফোরণে এক কিশোরের ডান হাতের আঙুল উড়ে গেছে। এ ছাড়া বাঁ হাত ও তলপেটে আঘাত লেগেছে।

আজ রোববার দুপুরে দক্ষিণ ইসলামপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম সজিব (১৩)। সে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাজু শেখের ছেলে।

ভাগাড়ে বোতল কুড়াতে যাওয়া সজিব জানায়, ময়লার মধ্যে সে সাদা বলের মতো একটি বস্তু পায়। পরে এটি ধরে টান দিতেই বিস্ফোরণ ঘটে।

সজিবের বাবা রাজু শেখ বলেন, ‘নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে আসি। আমার সঙ্গে দুই ছেলে থাকে। কী বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, বোমাজাতীয় বস্তুর বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে। গোপনাঙ্গে আঘাত রয়েছে। ওই কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব দে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খতিয়ে দেখছি।’

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

তরুণীকে ‘ধর্ষণের’ পর মারধর, ভিডিও ধারণ, আটক ৬