Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ 

সাভারে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নিহত শ্রমিকের নাম রোহান মণ্ডল (১৮)। তাঁর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কারখানাটিতে জুতা ও বেল্ট তৈরি করা হতো। কারখানায় কাজ চলার একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম গিয়েছে। একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তদন্ত করে বিস্তারিত জানাচ্ছি।’

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, চাপাতির কোপে ব্যবসায়ীর মৃত্যু

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ