Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রা নিরাপত্তা, মানিকগঞ্জের সড়ক ও নৌঘাটে ৬০০ পুলিশ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঈদযাত্রা নিরাপত্তা, মানিকগঞ্জের সড়ক ও নৌঘাটে ৬০০ পুলিশ
ঢাকা-আরিচা মহাসড়ক ও ঘাট এলাকা পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। ছবি: আজকের পত্রিকা

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের ৩৬ কিলোমিটারে থাকবে ৬০০ পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়া থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট এবং সাভারের হেমায়েতপুরসংলগ্ন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা সেতু এলাকা থেকে পাটুরিয়া-আরিচা ঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২৩ জেলার মানুষজনের যোগাযোগের মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজীরহাট নৌপথ। পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌপথ দুটিতে যানবাহন ও যাত্রীদের চাপ অর্ধেকের নিচে নেমে এলেও ঈদ মৌসুমে ভিড় বেড়ে যায় কয়েকগুণ।

মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ মৌসুমে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে যানবাহনগুলো ঘাট এলাকায় পৌঁছায়। যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ দলগতভাবে সমন্বয় করে কাজ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে টহল টিম। জন নিরাপত্তা ও পাশাপাশি ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা।

ঈদযাত্রা নিশ্চিত করতে এর মধ্যেই মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন ঢাকা-আরিচা মহাসড়ক ও ঘাট এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিসি, পরিবহন শ্রমিক-মালিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এজিএম আব্দুস ছালাম জানান, ঈদযাত্রায় যাত্রী-যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট রুটে ৬টি ছোট-বড় ফেরি দিয়ে পারাপারের জন্য নদীপথ ও ফেরিঘাট এলাকা প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, মহাসড়ক এলাকায় কেউ যেন চাঁদাবাজি এবং অতিরিক্ত মূল্যে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রি করতে না পারে এ বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো যানবাহন যেন নৌপথ এবং সড়কপথে চলাচল করতে না পারে এর জন্য পুলিশের সদস্যরা সাদাপোশাকে মাঠে থাকবে। ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সাভারে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

৫০০ টাকায় গরুর গোশত পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

নাড়ির টানে ঢাকা ছাড়ছেন মানুষ, বাস-ট্রেনে ভিড়

বঙ্গবন্ধু অ্যাভিনিউ এখন শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পোশাকশ্রমিক নিহত

‘চেতনানাশক দ্রব্য খাইয়ে’ ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের রায়

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত

তারেকের উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: মিনহাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা