বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অফিস সহায়ক ইকবাল হোসাইন। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আ. ওয়ারেছ। তিনি বলেন, ‘নির্বাচনে ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। মোট ভোট পড়েছে ৯২টি।’
সভাপতি পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ বিন রশিদ পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসাইন পেয়েছেন ৩৯ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুর রহমান পেয়েছেন ৩৩ ভোট। এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক মোছা. চম্পা আক্তার এবং প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে মো. সজীব শেখ নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে মো. রাসেল বাবু ও কার্যকরী সদস্য পদে মো. সাজ্জাদ হোসেন ও মো. তমিজ উদ্দিন ডালিম।
প্রধান নির্বাচন কমিশনার মো. আঃ ওয়ারেছের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন কমিশনার চন্দন চন্দ্র সরকার, মো. সাদ্দাম হোসেন, পিযুষ কান্তি দাস, মো. আব্দুর রহমান ভূঁইয়া, মো. হুমায়ুন কবির ও মো. মনোয়ারুল ইসলাম।