হোম > সারা দেশ > ঢাকা

সেই সুলতানের বিরুদ্ধে রিকশাচালকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পুরান ঢাকার বংশালে রিকশাচালককে নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার আসামি সুলতান আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিকশা চালক আবদুল হামিদ বাদী হয়ে আজ বুধবার বংশাল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার আদালতে পৌঁছালে, ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তা গ্রহণ করে ২৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক আসামি সুলতান আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২০মে ) শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশাচালককে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পুরান ঢাকার বংশালে সুলতান নামের এক ব্যক্তি রিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন। একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের হাতে এলে ব্যবস্থা নেয় পুলিশ। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বংশাল থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বংশাল থানা পুলিশ সেদিনই তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এলাকায় চা বিক্রি করতেন সুলতান। এলাকায় তাঁর চায়ের সুনাম ছিল। সেখান থেকে বংশালে সাইকেলের দোকান দেন।

ঢাকার আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) আনোয়ারুর কবির বাবুল আজকের পত্রিকাকে বলেন, আইনের ভাষায় এই ধরনের অপরাধ খুব বড় ধরনের অপরাধ নয়। এই ধারার মামলায় আসামি গ্রেপ্তার হলে সেটা জামিনযোগ্য। কিন্তু আসামি সুলতানকে জামিন না দেওয়ার কারণ তিনি একজন নিরীহ, খেটে খাওয়া মানুষের গায়ে হাত দিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন। তাঁর এমন পরিণতি সবার জন্যই একটা শিক্ষণীয় ঘটনা। এমন কাজে অন্যদেরকে নিরূৎসাহিত করাই আদালতের উদ্দেশ্য।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা