Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ঈদযাত্রায় পদে পদে ভোগান্তি

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় ঈদযাত্রায় পদে পদে ভোগান্তি

ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যাত্রীরা শিল্পাঞ্চল আশুলিয়ায় ভোগান্তিতে পড়ছেন। আশুলিয়ার বিভিন্ন স্পট ও বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা ও অতিরিক্ত যাত্রীর চাপ বাড়ায় ভোগান্তিও বেড়েছে। সকালের দিকে চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে চাপ বাড়ে। 

আজ সোমবার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।  

আজ সোমবার দুপুর থেকেই গাজীপুরের চন্দ্রা পয়েন্টে গাড়ির চাপ বাড়তে থাকে। বিকেল ৫টার দিকে এই জট বাড়তে বাড়তে আশুলিয়ার জিরানী পর্যন্ত প্রায় ৮ কিমি সড়ক বিস্তৃত হয়ে যায়। উত্তরবঙ্গমুখী এই লেনের নবীনগর স্ট্যান্ডের পর থেকে বাইপাইল পর্যন্ত এবং শ্রীপুর বাসট্যান্ড এলাকাতেও প্রচুর গাড়ির চাপ রয়েছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের এই চাপের কারণে নবীনগর ত্রিমোড় এলাকাতেও বেড়েছে চাপ। 

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর-গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা মুখী লেনে ২ কিমি ও নবীনগরমুখী লেনে নবীনগর থেকে বিশমাইল পর্যন্ত আরও প্রায় ২ কিমি যানজটের সৃষ্টি হয়।  

এ ছাড়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রবেশ করতে বাইপাইল থেকে ইউনিক পর্যন্ত প্রায় ১ কিমি জ্যামের দেখা যায়। তা ছাড়া এই সড়কের জামগড়া, সরকার মার্কেট, নরসিংহপুর বাসস্ট্যান্ডেও জ্যাম চোখে পড়েছে। তবে এর বাইরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর থেকে ধউর পর্যন্ত সড়কের উভয় পাশে নেই কোন ধরণের যানজট। 

সড়কে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের। সড়কের সব পয়েন্টেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সড়কে যেমন প্রচুর যাত্রীর চাপ রয়েছে তেমনি অতিরিক্ত গাড়িও সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় রয়েছে। পুলিশি পদক্ষেপে আশুলিয়া অঞ্চলে সৃষ্ট যানজট গতবারের তুলনায় অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

দুপুরের পর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলোয় যেতে বাইপাইল স্ট্যান্ডে ভিড় করতে থাকেন যাত্রীরা। যাত্রীর জন্য অপেক্ষমাণ বাসের সারি ছিল ভোর থেকেই। 

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘আস্তে আস্তে যাত্রীর ভিড় বাড়ছে। সড়কে পুলিশ কাজ করছে। গাড়ির গতি কম থাকলেও গাড়ি কিন্তু একেবারে থেমে নেই।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু