সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করার অভিযোগে তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বড়চওনা ও কুতুবপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর বাজারে ডিমের পাইকারি আড়তে ক্রয় রসিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০ হাজার টাকা, মেসার্স এসএসএস এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, বড়চওনা বাজারে একই অপরাধে জাকিয়া এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে এবং ভবিষ্যতে সংশোধন হবে মর্মে লিখিত অঙ্গীকার করেছে। তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।