হোম > সারা দেশ > টাঙ্গাইল

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে আটকে পড়া রবিউলকে উদ্ধারের দাবি পরিবারের

টাঙ্গাইল প্রতিনিধি

ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কর্মরত রবিউল আওয়ালকে (৩২) উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। রবিউলকে প্রাণে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার। ১১ দিন যাবৎ রবিউল ওই জাহাজে আটকে আছেন বলে জানিয়েছেন তাঁর বাবা হোসেন আলী। 

রবিউল ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাহাড়পুর গ্রামে। 

রবিউলের বড় ভাই ডা. আব্দুল আজিজ জানান, প্রায় ছয় মাস যাবৎ রবিউল ওই জাহাজে কর্মরত আছে। গত ২২ ফেব্রুয়ারি থেকে সে ইউক্রেনের বন্দরে আটকা পড়ে আছে। গতকাল বুধবার সে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজের মাধ্যমে জানায়, তাদের জাহাজে রকেট হামলা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। 

আবদুল আজিজ বলেন, ‘আমরা বাংলাদেশ শিপিং করপোরেশনে ফোন দিয়ে খবর নিয়েছি। রবিউল সুস্থ আছে। কিন্তু রবিউলের বিষয়ে তারা আর কোন তথ্য দিতে পারছে না। আমরা সরকারে কাছে রবিউলসহ সব নাবিককে উদ্ধারের দাবি জানাচ্ছি।’ 

রবিউলের বাবা হোসেন আলী বলেন, ‘আমার ছেলে ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’ 

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই রবিউলসহ যারা আটকা পড়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’ 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য