হোম > সারা দেশ > ঢাকা

মিঠামইন হাওরে ডুবে ৩০ ঘণ্টা ধরে নিখোঁজ যুব ইউনিয়ন নেতা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে ডুবে নিখোঁজের এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পর্যটক অন্তর চক্রবর্তী। গতকাল শুক্রবার বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের দক্ষিণ হাওরে নৌকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। 

গতকাল নিখোঁজের পর থেকে কয়েক ঘণ্টা ও আজ শনিবার সারা দিন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল হাওরে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৩০ ঘণ্টা হয়ে গেছে অন্তরের নিখোঁজ হওয়ার। 

নিখোঁজ অন্তর চক্রবর্তী ঝালকাঠির সদর উপজেলার কাঠপট্টি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। 

ফায়ার সার্ভিস সূত্রে বলছে, গতকাল ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিকলী হাওরে যান অন্তর। সেখান থেকে নৌকা দিয়ে মিঠামইন হাওরে ঘুরতে যান। মিঠামইন নৌকার গলইয়ের ওপরে উঠে গোসল করার সময় পানিতে পড়ে তলিয়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজার গিফারী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার নিখোঁজের সন্ধান মেলেনি। প্রচণ্ড স্রোত ও বিশাল ঢেউয়ের মাঝে আমাদের ডুবুরি ইউনিট সারা দিন কাজ করেছে। রোববার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করবে।’

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন