Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহবাগে ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত ৫ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), তানভীর রহমান (২০) ও সেলিম (৪০)। 

আজ রোববার সকালে ঢাকা মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বেলা ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ তাদের হাসপাতালে নেওয়া হয়। 

সকাল সাড়ে ১০টায় বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন।

একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাঁদের।

নারায়ণগঞ্জে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

উত্তরায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৭ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজি, হকারদের মানববন্ধন

মোহাম্মদপুরে নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা

ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

জাবি কর্মচারীর ভাইকে পুলিশে দিল প্রশাসন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: দুই প্রবাসীর গাড়ি ডাকাতিতে একই দল, গ্রেপ্তার ৪

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি ভারপ্রাপ্ত সম্পাদকের