হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে নিখোঁজের ১ দিন পর গৃহবধূর লাশ মিলল পুকুরে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের এক দিন পর বিউটি আক্তার ঝর্ণা (৪০) নামের এক গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। 

গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রভাষ কুমার বসু। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ 

বিউটি আক্তার ঝর্ণা সখীপুর উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকার মিজানুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে ফজরের নামাজের পর থেকে বিউটি আক্তার নিখোঁজ হন। ওই দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান মেলেনি। আজ সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি আক্তার মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। তাঁর দুটি মেয়েসন্তানও রয়েছে। ঈদের দিন তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে মাতম চলছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন