Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ফ্ল্যাটে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

আড়াইহাজারে ফ্ল্যাটে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান তালুকদার (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল। 
 
এ ঘটনায় শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার সকালে মারা যান কানিজ খাদিজা নিপা (৩৯) এবং দুপুরে মারা যান সোহানের স্ত্রী চায়না আক্তার (৩৫)। এ ছাড়া বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন মৃত নিপার মা হাসিনা মমতাজ। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। 

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে মারা যান নিপা। পরে দুপুরে মৃত্যু হয় চায়না আক্তারের। 

মৃত নিপার বোন ইভা ইসলাম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার গোপালদি এলাকায়। বাবার নাম মো. কেসোয়ার মোল্লা। আড়াইহাজারের ওই বাসায় ভাড়া থাকতেন তাঁরা এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর মা হাসিনা মমতাজ গতকাল সন্ধ্যায় নিপার বাসায় বেড়াতে আসেন। 

দগ্ধ সোহানের ভাগনে ফাহিম মোল্লা জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামে। নারায়ণগঞ্জের আড়াইহাজার দীঘিরপাড়ে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান ও তার স্ত্রী চায়না। রাতে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাঁদের শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন। 

ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর স্ত্রী গৃহিণী। রাতে আগুনে তাঁরা চারজনই দগ্ধ হয়েছেন। তাঁদের ধারণা, গ্যাসলাইন বিস্ফোরণ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতহাতি

মাদকের মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নারী-পুরুষের সমতা ত্বরান্বিত করার আহ্বান উপদেষ্টা ফরিদা আখতারের

নারায়ণগঞ্জে অটোচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে মা-শিশুর লাশ উদ্ধার

সিকদার গ্রুপের পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে মারধরের অভিযোগ

হামলা-ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের ফ্ল্যাট ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ