Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বাজারের ইজারা নিয়ে বিরোধ: দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বাজারের ইজারা নিয়ে বিরোধ: দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
শ্রীপুরে দুটি মোটরসাইকেলে আগুন। আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারে এই ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ জানানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, মানিক (৫৫), নূরুল আমিন (৪৩), আলফাতুন (৩৮), আফতাবউদ্দিন (৪৮), সাব্বির হোসেন (২৫), সোহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন সাব্বির (২৬)।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের কারণে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহত আফতাবউদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ শাকিলের সঙ্গে সিঅ্যান্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। প্রতিবাদ করায় শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের চারজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

শাকিল অভিযোগ করে বলেন, ‘আমি সিঅ্যান্ডবি বাজারের বৈধ ইজারাদার। তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তারা আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে। ছয়টি দোকান ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষতি করে। মহাসড়কে ফেলে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭