হোম > সারা দেশ > ঢাকা

মহাখালী টার্মিনালে গায়ের জোরে বাস চালাতেন এনায়েত উল্লাহ: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খন্দকার এনায়েত উল্যাহ মহাখালী বাস টার্মিনাল থেকে গায়ের জোরে এনা পরিবহনের বাস চালাতেন বলে অভিযোগ করেছে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম। তিনি বলেন, ‘মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চালাতে হলে এই সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক। খন্দকার এনায়েত উল্যাহ দীর্ঘদিন এই বাস টার্মিনাল থেকে গাড়ি চালিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি কোনো দিন আমাদের সদস্য হননি। আমাদের মালিক-শ্রমিকদের তিনি কোনো সহায়তাও দেননি। তিনি গায়ের জোরে বাস চালিয়েছেন। তাঁকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের ছিল না।’ 

আজ সোমবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই অভিযোগ জানান আবুল কালাম। 

গত ৫ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি দাবি করে তিনি বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি মহাখালী বাস টার্মিনালের চাঁদাবাজির গল্প করা হয়েছে। কিন্তু আমি দৃঢ়চিত্তে বলতে চাই, গত ৫ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি। শুধু টার্মিনাল পরিচালন ব্যয় ও মসজিদের জন্য ১০ টাকা করে বাসপ্রতি চাঁদা নেওয়া হয়। বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য পরিবহন সেক্টরের শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা কমানোর নানাবিধ পদক্ষেপ নিয়ে আমরা যখন ব্যস্ত সময় পার করছি, তখন গার্মেন্টস সেক্টরের মতো সড়ক পরিবহন সেক্টরকে অশান্ত করার জন্য স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ও কতিপয় সুবিধাভোগী নানাভাবে উসকানি দিয়ে পরিবহন সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমরা পরিবহন সেক্টরের মালিক–শ্রমিক সবাইকে সজাগ-দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।’ 

সংবাদ সম্মেলনে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩