হোম > সারা দেশ > ঢাকা

জমি নিয়ে বাগ্‌বিতণ্ডায় ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানাপ্রাচীর নিয়ে বাগ্‌বিতণ্ডায় মো. মোবারক হোসেন (৪০) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

মৃত মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ১০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন।

আহতরা হলেন মৃতের ভাই মো. আলম, বোন খালেদা (৩০), প্রতিবেশী রফিকুল ইসলাম (৩৫) ও হাদিউল ইসলাম (৩০)।

মৃতের স্বজনেরা জানান, প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল মোবারককে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

মৃতের প্রতিবেশী ও সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম জানান, কয়েক দিন আগে মোবারক হোসেন বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। আজ সকালে তাঁর বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল ও রফিকুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। পরে মোবারককে গুরুতর আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘আমরা খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের গাড়ি ভাঙচুর, গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ

অবৈধ সম্পদ: জি কে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলার রায় ৩০ জানুয়ারি

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা বৃদ্ধার

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

সেকশন