হোম > সারা দেশ > ঢাকা

মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত: দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। 

এনামুর রহমান বলেন, ‘মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকের কারিকুলামে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই যেন, মুজিবনগর সরকারের ইতিহাস ও ভূমিকা পাঠ্যপুস্তক এবং কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও জানতে পারবে।’ 

স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সরকারের সবকিছু ঠিক করে রেখেছিলেন উল্লেখ করে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সেক্টর, সরকার কীভাবে হবে, কারা থাকবে, কলকাতায় কোন মন্ত্রণালয়ের অফিস কোথায় হবে, তা আগেই ঠিক করে রেখেছিলেন।’ 

এনামুর রহমান বলেন, ‘মুজিবনগর সরকারের গুরুত্ব কতটা ছিল, তা এখন আমরা অনুধাবন করছি। তারা যুদ্ধকালীন আমাদের দেশকে পরিচালনা করেছিলেন। মুক্তিযুদ্ধ সংগঠিত করা, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বীকৃতি নিয়ে আসার ক্ষেত্রে মুজিবনগর সরকারের অবদান অনেক বেশি।’ 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক জাগো জনতার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিন, কাজী মো. মজিবর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সদস্য মো. গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী প্রমুখ। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য