হোম > সারা দেশ > ঢাকা

৫ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

পাঁচ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার বিকেলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন তাঁরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–পাগলা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নিয়ে বেশ কিছু কারখানাতে ভাঙচুর চালান। এ সময় বন্ধ হয়ে যায় পুরো বিসিক এলাকা। বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

শ্রমিকেরা বলেন, ‘অবন্তি কালার টেক্স এবং একই গ্রুপের ক্রোনী গার্মেন্টসে প্রায় ৯ হাজার শ্রমিক কর্মরত ছিল। প্রায় কয়েক মাসের বেতন পরিশোধ না করে কারখানা দুটি লে অফ ঘোষণা করে। দফায় দফায় আন্দোলন ও বৈঠক অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়েই আজকে সড়ক অবরোধ করেছি আমরা।’

সেনাবাহিনীর মেজর আশরাফ বলেন, ‘মালিকপক্ষ বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। আপনাদের বেতন পরিশোধে এই দুটি প্রতিষ্ঠান নিলামে তুলে বিক্রি করে বেতন পরিশোধ করা হবে।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘ক্রোনী ও অবন্তি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের অসন্তোষ দীর্ঘদিনের। আমরা সমাধানের উদ্যোগ নিয়েছি।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন